* উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ডের মাধ্যমে শিক্ষার বিভিন্ন স্তরে পরীক্ষগ্রহণ ও সনদপ্রদান।
* উপানুষ্ঠানিক শিক্ষা আইন ২০১৪, ৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং এসডিজি ৪ এর লক্ষ্য মাত্রা সমুহ বাস্তবায়নের জন্য NFE Sub-Sector Program গ্রহণের নিমিত্ত উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় উপানুষ্ঠানিক শিক্ষা সাব-সেক্টর প্রোগ্রাম ডকুমেন্ট প্রণয়ন শীষক কারিগরি সহায়তা প্রকল্প বাস্তবায়ন।
বাাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামো (বিএনকিউএফ) অনুযায়ী প্রাক- বৃত্তিমূলক (প্রি-ভোকেশনাল) পর্যায়ের শিখন কার্যক্রম বাস্তবায়নের দায়িত্ব উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর ওপর ন্যাস্ত। এ লক্ষ্যে ব্যুরো ইতোমধ্যে বিদ্যালয় বহির্ভূত কিশোর-কিশোরীদের জন্য কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ (স্কিলফো) নামক একটি কারিগরী সহায়তা প্রকল্প বাস্তবায়নের কাজ হাতে নিয়েছে। এ প্রকল্পের আওতায় ১৩টি ট্রেড নিয়ে প্রিভোকেশনাল পর্যায়ের একটি পূর্নাঙ্গ কোস-প্যাকেজ তৈরী করা হয়েছে।
া* Equivalence Non-Formal Vocational Education Curriculum Development শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্প।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS